www.dainikjhikorgachanews.blogspot.com : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক দেশ। এখানে সবার সহাবস্থান নিশ্চিত আছে। পূজা ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে বলেও জানান তিনি।আজ মঙ্গলবার সকাল পৌনে সাতটায় রাজধানীর বনানীতে মহালয়ার উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।মন্ত্রী বলেন, হামলার কোনো আশঙ্কা নেই। প্রত্যেকটি মণ্ডপ সিসি ক্যামেরা দ্বারা বেষ্টিত। এ ধরনের কোনো আশঙ্কা করছি না। বলা যায়, দেশজুড়ে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।তিনি বলেন, পূজায় পুলিশ-র্যাব ও অন্যান্য বাহিনীর সঙ্গে ১ লাখ ৬৮ হাজার আনসার সদস্য নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করছেন। এবার অন্যান্যবারের তুলনায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। রাজধানীতে ২৩১টি মণ্ডপসহ দেশে ৩ হাজার ৭৭টি মণ্ডপে এবার দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭
Mithun Sarkar
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit, sed diam nonummy nibh euismod tincidunt ut laoreet dolore magna Veniam, quis nostrud exerci tation ullamcorper suscipit lobortis nisl ut aliquip ex ea commodo consequat.
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন